Tuesday, January 20, 2009

একা একা ভালবেসে এইভাবে বেড়ে যাই পাপ

কবি: অজানা
আবৃত্তিকার: অজানা

http://www.spraguephoto.com/stock/images/Thailand/05th052.jpg
photocredit

একা একা ভালবেসে এইভাবে বেড়ে যাই পাপ
তুমি কোনদিন দেখবেনা, তার দুঃখ অনুস্তাপ
কোন কোন মাঝ রাতে বৃষ্টি হবে, সে তখন তোমাকে পাবেনা
বৃষ্টি যেমন ক্রমান্বয় প্রিথিবীর বস্ত্র হরণ করে,
টানে টানে খসে যাই আবরণ, পরে থাকে বিশুদ্ধ যৌবন
ঠিক সেই ভাবে বস্ত্র হরণ করেও, সে তোমাকে পাবেনা
কোন কোন দুপুরে নীল আকাশে ভেসে যাবে একা চীল, সে তখন তোমাকে পাবেনা
আকাশের মত বিস্তৃত করেও, সে তোমাকে পাবেনা
সে তোমার ঠোঁট ছুবে, স্তনাক্র তোমার চিবুক, তবু মাঝ রাতে বৃষ্টি হলে তুমি তার হবেনা
তোমার পুরুষ সে তো জানেনা, মাঝ রাতে বৃষ্টি হলে কেন তুমি ভেসে যাও
কে তোমায় বাজাই তখন, কার কন্ঠে গান গাই একান্তের স্মৃতি
কোন সে হাত এসে সিতী কাটে তোমার চুলে, তোমাকে সয্যা থেকে তুলে নেই
তোমাকে তোমার শরীর থেকে তুলে নেই, কোন সেই পুরুষ
তোমার পুরুষ সে তো জানেনা, বোঝেনা, মাঝ রাতে বৃষ্টি্র অর্থ
জানেনা নির্জন করীডোরে নতজানু এক নীঃসংগ যুবক,
তোমাকে মাঝরাতে বৃষ্টির কথা বলেছিল, তোমার চমকিত চোখে বরীষন দেখেছে সে
বলেছিল তোমার নিজঃস্ব পুরুষ সে তো জানেনা, নিজঃস্ব ছাড়িয়ে আরো কিছু থাকে

http://www.youtube.com/watch?v=mcZRV2cfAio

1 comment:

Unknown said...

Its very very good. I am loving it