কবিঃ রফিক আজাদ
আবৃত্তিঃ মহীদুল ইলসাম ও শারমীন লাকি

photocredit
যদি ভালবাসা পাই
আবার শুধরে নিব জীবনের ভুল গুলি
যদি ভালবাসা পাই
ব্যাপক দীর্ঘ পথে তুলে নিব ঝুলা ঝুলি
যদি ভালবাসা পাই
শীতের রাতের শেষে মকমল দিন পাব
যদি ভালবাসা পাই
পাহার ডিঙ্গাব আর সমুদ্র সাঁতরাব
যদি ভালবাসা পাই
আমার আকাশ হবে ধ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই
জীবনে আমিও পাব মধ্য অন্তমিল
http://www.youtube.com/watch?v=lY_c224FLtM
No comments:
Post a Comment