Friday, August 21, 2009

আমি হয়ত মানুষ নই - শিমুল মোস্তফা

http://clifffraser.com/images/sculpturepics/love-snakes/Love%20Snakes%205%20-%20Marble%20sculpture%20by%20Cliff%20Fraser.jpg

আমি হয়ত মানুষ নই
আবৃত্তিঃ শিমুল মোস্তফা


আমি হয়ত মানুষ নই
মানুষ গুলো অন্য রকম
হাটতে পারে, বসতে পারে
এ ঘর থেকে ও ঘর যাই
মানুষ গুলো অন্য রকম
সাপে কাটলে দোঁড়ে পালায়।

আমি হয়ত মানুষ নই
সারাটা দিন দঁড়িয়ে থাকি
গাছের মত দাঁড়িয়ে থাকি
স্বাপে কাঁটলে টের পাইনা
সিনেমা দেখে গান গাইনা
অনেকদিন বরফ মাখা জল খাইনা
কি করে যে বেঁচে থাকছি, ছবি আঁকছি
সকাল বেলা, দুপুর বেলা অবাক করে
সারাটাদিন বেঁচেই আছি আমার মত, অবাক লাগে

আমি হয়ত মানুষ নই
মানুষ হলে জুতো থাকত
বাড়ি থাকত, ঘর থাকত...
রাত্রি বেলাই ঘরের মধ্যে নাড়ী থাকত
পেটের পথে আমার কালো শিশু আঁকত

আমি হয়ত মানুষ নই
মানুষ হলে আকাশ দেখে হাঁসব কেন?
মানুষ গুলো অন্য রকম
হাত থাকবে, নাক থাকবে তোমার মত চোখ থাকবে
নিকেলমাখা কি সুন্দর চোখ থাকবে
ভালোবাসার কথা দিলে কথা রাখবে
মানুষ গুলির ঊরুর মধ্যে দাগ থাকবে
চোখের মধ্যে অভীমানের রাত থাকত
বাবা থাকত, বোন থাকত, ভালোবাসার লোক থাকত
হটাৎ করে মরে যাওয়ার ভয় থাকত

আমি হয়ত মানুষ নই
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতনা
তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতনা
মনুষগুলো সাপে কাটলে দোঁড়ে পালায়
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই
অবহেলায় মানুষ ভেবে ঝাপটে ধরি

http://www.esnips.com/doc/a3b2c4b0-0892-45a8-901d-21820d192a3e/Manush

বৃষ্টি মানে...মোফাজ্জেল করিম

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি...কেন? কবিতা শুনে বুঝার কথা...

বৃষ্টি মানে

কবিঃ মোফাজ্জেল করিম
আবৃত্তিঃ শিমুল মোস্তফা

http://images-2.redbubble.net/img/art/size:large/view:main/71619-11-first-taste-of-rain.jpg

বৃষ্টি মানে বুকের ভেতর ঘর্ষিত মাঠ
উলট পালট হালট টালট উপছে ওঠার ভরা কটাল
বৃষ্টি মানে শষ্য ক্ষেতে মিলন সুখে গর্ভধারণ
নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ন
বৃষ্টি মানে শুভ্র তনু উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ
অষ্টপ্রহর পলক বিহীন দেখছি কেবল দেখছি কেবল
বৃষ্টি মানে টেনে টুনে একটি কাঁথায় সহমরণ
বৃষ্টি মানে নষ্ট পেঁচেক টেব গরিয়ে অথয় পুকুর দুঃখ বিলাস
কখনো বা দুঃখ ঝরে টাপুস টুপুস ভীষন গোপন
বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর


অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর - মানবতাবাদী কবিতা

অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো,
সুন্দর কর হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নরলস নিঃসংশয় করো হে।
অন্তর মম বিকশিত করো,
অন্তরতর হে।
যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ,
সঞ্চার করো সকল মর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো,
নন্দিত করো হে।
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।

শিলাইদহ
২৭ অগ্রাহায়ণ ১৩১৪
কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ৫

ধন্যবাদ যিনি এই কবিতা অনলাইনে পোষ্ট করেছে।