Friday, February 17, 2012

ধিমতানা দেরে না - কনা

অ্যালবাম :- সিম্পলি কনা
শিল্পী : – কনা
কথা :- শাহান কবন্ধ
সুর ও সংগীত :- বাপ্পা মজুমদার

যাও বলো তারে
মেঘের ওপারে
বৃষ্টি বন্দনা জুড়ে ধরণীতল
যাও বলো, শ্রাবণ আষাঢ়ে
মেঘের শতদলে ছুঁয়েছ ভেজাজল


মাতাল হাওয়ার ধ্বণী বৃষ্টি কি শোনে না
ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না
ধিমতানা বাজে ধিমতানা...বাজে ধিমতানা, দে রে না   

ভেজাজল টলমল, অপেক্ষার জানালা ছুঁয়ে
দু’হাতে নিয়ে জল, ভেজাবো সুখের কপল
সন্ধ্যে এলো, ঝলোমলো বৃষ্টি তবু এলো না ।

মাতাল হাওয়ার ধ্বণী বৃষ্টি কি শোনে না
ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না
ধিমতানা বাজে ধিমতানা...বাজে ধিমতানা, দে রে না 

স্বাগতম সম্ভাষণ অপেক্ষার হলো অবসান
প্রকৃতির আভরণে মন্ত্র তালের উচ্চারণ
রাত্রি এলো জলছল বৃষ্টি সুরের মূর্ছনা

মাতাল হাওয়ার ধ্বণী বৃষ্টি কি শোনে না
ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না
ধিমতানা বাজে ধিমতানা...বাজে ধিমতানা, দে রে না 

Sunday, February 12, 2012

অন্যভুবন - লিমন

অন্যভুবন
শিল্পী - লিমন
কথা ও সুর - আল আমিন
অ্যালবাম - হয়তো


=============================================
লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটি গান উপহার দেয়ার জন্য।
আমাদের গানটি খুব মনে ধরেছে। অনেক শুভেচ্ছা আপনাকে।
আগামীতে আরো সুন্দর গানের অপেক্ষায় রইলাম। =============================================



একদমই কাছে থেকে বুঝেছো তুমি,
সন্নিকটে খুব এসেছো তুমি
বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?


দিয়েছো স্বপন তুমি দাওনিতো মন
বলোতো তুমি আমার কেমন স্বজন?
দূরে দূরে দূরে শুধু রয়েছো তুমি
বুঝিনি, বুঝিনি আজো তোমায় আমি।


বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?


গড়েছো ভুবন তুমি আপন ছায়ায়
বাঁধোনি কখনো মোরে নীরব মায়ায়
নীরবে অভিমানে রয়েছি আমি
বোঝোনি, বোঝোনি কখু আমায় তুমি।


বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?


Wednesday, February 1, 2012

Brishtir Dhoroni - Trimatra

Band - Trimatra Ganer Dol
Song title- Brishtir Dhoroni





aami shukher bodole dhukkho nibona, tomakei pari nite
ami amar bodole agun nibona. brishtir dhoronite
jodi saradin dhore megh cheye, cheye firei chole jai
tobe snan kore nebo tomar chokhe, ashonno boroshai

koto ojana kuwasha megh hoye hoye, dekechilo bar bar
koto olik chokhera shopno dekhalo, brishti hoye jabar
ami ttai boshe achi amar pother adhar shamnete
shudu eke beke chole shoponer dhara amar dhoronite
jodi saradin dhore megh cheye, cheye firei chole jai
tobe snan kore nebo tomar chokhe, ashonno boroshai

tumi chole jete paro akasher buke, jekhane meghera shanto
tumi more dite paro borshatir diye megheder jol pranto
ami chokh bujhe bujhe bhebe nebo aaj akasher tor nei
asheni meghera amake bhejate asheni amake nite
jodi saradin dhore megh cheye, cheye firei chole jai
tobe snan kore nebo tomar chokhe, ashonno boroshai