অন্যভুবন
শিল্পী - লিমন
কথা ও সুর - আল আমিন
অ্যালবাম - হয়তো
=============================================
লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটি গান উপহার দেয়ার জন্য।
আমাদের গানটি খুব মনে ধরেছে। অনেক শুভেচ্ছা আপনাকে।
আগামীতে আরো সুন্দর গানের অপেক্ষায় রইলাম। =============================================
একদমই কাছে থেকে বুঝেছো তুমি,
সন্নিকটে খুব এসেছো তুমি
বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?
দিয়েছো স্বপন তুমি দাওনিতো মন
বলোতো তুমি আমার কেমন স্বজন?
দূরে দূরে দূরে শুধু রয়েছো তুমি
বুঝিনি, বুঝিনি আজো তোমায় আমি।
বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?
গড়েছো ভুবন তুমি আপন ছায়ায়
বাঁধোনি কখনো মোরে নীরব মায়ায়
নীরবে অভিমানে রয়েছি আমি
বোঝোনি, বোঝোনি কখু আমায় তুমি।
বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?
শিল্পী - লিমন
কথা ও সুর - আল আমিন
অ্যালবাম - হয়তো
=============================================
লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটি গান উপহার দেয়ার জন্য।
আমাদের গানটি খুব মনে ধরেছে। অনেক শুভেচ্ছা আপনাকে।
আগামীতে আরো সুন্দর গানের অপেক্ষায় রইলাম। =============================================
একদমই কাছে থেকে বুঝেছো তুমি,
সন্নিকটে খুব এসেছো তুমি
বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?
দিয়েছো স্বপন তুমি দাওনিতো মন
বলোতো তুমি আমার কেমন স্বজন?
দূরে দূরে দূরে শুধু রয়েছো তুমি
বুঝিনি, বুঝিনি আজো তোমায় আমি।
বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?
গড়েছো ভুবন তুমি আপন ছায়ায়
বাঁধোনি কখনো মোরে নীরব মায়ায়
নীরবে অভিমানে রয়েছি আমি
বোঝোনি, বোঝোনি কখু আমায় তুমি।
বেসেছো ভালো আর বাঁধিছো সুজন,
কেন ভাঙ্গো এই মন গড় অন্যভুবন?
1 comment:
nice... so nice song....
Post a Comment