Tuesday, December 22, 2009

আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে

http://d2umcibyw4ztss.cloudfront.net/img/78885/78885-1.jpg

Aj jochna Raate
Singer: Srikanto Acharya
Album: Apan Gaan


আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীঁরণে
যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে-
এই নিরালায় রব আপন কোণে
যাব না এই মাতাল সমীরণে
আমার এ ঘর বহু যতন ক'রে
ধুতে হবে মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে 

No comments: