Friday, August 21, 2009

বৃষ্টি মানে...মোফাজ্জেল করিম

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি...কেন? কবিতা শুনে বুঝার কথা...

বৃষ্টি মানে

কবিঃ মোফাজ্জেল করিম
আবৃত্তিঃ শিমুল মোস্তফা

http://images-2.redbubble.net/img/art/size:large/view:main/71619-11-first-taste-of-rain.jpg

বৃষ্টি মানে বুকের ভেতর ঘর্ষিত মাঠ
উলট পালট হালট টালট উপছে ওঠার ভরা কটাল
বৃষ্টি মানে শষ্য ক্ষেতে মিলন সুখে গর্ভধারণ
নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ন
বৃষ্টি মানে শুভ্র তনু উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ
অষ্টপ্রহর পলক বিহীন দেখছি কেবল দেখছি কেবল
বৃষ্টি মানে টেনে টুনে একটি কাঁথায় সহমরণ
বৃষ্টি মানে নষ্ট পেঁচেক টেব গরিয়ে অথয় পুকুর দুঃখ বিলাস
কখনো বা দুঃখ ঝরে টাপুস টুপুস ভীষন গোপন
বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর


No comments: